Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (১ম ধাপ)।
বিস্তারিত

"প্রশিক্ষণ নিন স্বাবলম্বী হন" 


আগামী ০৯/০৭/২০২৩ খ্রিঃ তারিখে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র, সদর, মুন্সীগঞ্জ, ২১ দিন মেয়াদী অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে। 


প্রশিক্ষণার্থীদের যোগ্যতাঃ

১। জাতীয় পরিচয় পত্র থাকতে হবে।

২। বয়স ১৮ - ৩০ এর মধ্যে হতে হবে।

৩। সর্বনিম্ন JSC/ সমমান পরিক্ষায় উত্তীর্ণ  হতে হবে।

৪। উচ্চতা কমপক্ষে ৫-৪" হতে হবে।

৫। প্লাটুন ভুক্ত সদস্য হতে হবে। যদি থাকে।

৬। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিক সনদপত্র থাকতে হবে। 

৭। মামলা আছে বা সাজা প্রাপ্ত ব্যাক্তি অযোগ্য। 

৮। সেচ্ছাসেবী মনোভাব থাকতে হবে। 


উক্ত প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র: 

১. শিক্ষাগত যোগ্যতার ফটোকপি।

২. জাতীয় পরিচয় পত্রের ফটোকপি (মূল কপি সাথে আনতে হবে)

৩. পাসপোর্ট সাইজের এক কপি ছবি।

৪. ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সনদপত্র। 


সুযোগ-সুবিধা:

✓তৃণমূল পর্যায়ে বিস্তৃত দেশের সর্ববৃহৎ একক বাহিনীর একজন গর্বিত সদস্য হওয়া।

✓বিভিন্ন পেশা ভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে একজন দক্ষ উদ্যোক্তা হওয়া।

✓সরকার কর্তৃক নির্দেশিত সময় সময় যেকোনো দায়িত্ব; যেমন: জাতীয় সংসদ নির্বাচন সহ অন্যান্য নির্বাচন, দুর্গাপূজা, মহাসড়ক নিরাপত্তা অর্থাৎ আপদকালীন সময় অস্ত্র ও গোলাবারুদ বহন করে জননিরাপত্তায় অংশগ্রহণ করা।

✓সরকারি চাকুরীতে সংরক্ষিত কোটা পাওয়া।

✓ভিডিপি সদস্য হিসেবে উদ্যোক্তা হওয়ার লক্ষ্যে আভি ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়া। 

✓আবাসিক প্রশিক্ষণ হওয়াতে থাকা-খাওয়া সম্পূর্ণ ফ্রি। 

✓প্রশিক্ষণ শেষে সনদপত্র সহ যাতায়াত ভাতা প্রদান করা হয়। 


বিঃদ্রঃ অধিক উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে  এবং মুন্সীগঞ্জ জেলার স্থায়ী বা‌সিন্দা হ‌তে হ‌বে।


যোগাযোগঃ

১। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়, সিরাজদিখান , মুন্সীগঞ্জ।

ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
04/07/2023
আর্কাইভ তারিখ
29/07/2023